ভালোবেসে যে ভুলে যায় লিরিক্স - ইমরান, পূজা-Bhalobeshe Je Bhule Jay Song Lyrics In Bengali
- জানুয়ারী ৩০, ২০২১
- By Jene Naw
- 0 Comments
ভালোবেসে যে ভুলে যায় লিরিক্স - ইমরান, পূজা-Bhalobeshe Je Bhule Jay Song Lyrics In Bengali
ভেবোনা ভালো থাকবে
তুমি আমাকে ছেড়ে,
কী হারালে, কী পেলে
বুঝবে ঠিকই পরে।
সেদিন খুঁজবে, হয়তো কাঁদবে
আমাকে ফিরে আর পাবে না,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।
চলে গেলে ঠিকই ভুলে
একবার কি দেখেছ ভেবে ?
আমার মতো এত বেশি
ভালোবাসা কে তোমায় দেবে ?
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।।
কত তারিখ চলে গেল
ক্যালেন্ডার হিসেব জানে না,
ফিরবে বলে আশায় থাকি
তোমার আর ফেরা হল না।
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।
............................................................
Vebona valo thakbe
Tumi amake chere
Ki harale ki pele
Bujhbe thiki pore
Sedin khujbe hoyto kadbe
Amake phire aar pabe na
Bhalobese je bhule jay
Se toh bhalobase na
Chole gele thiki bhule
Ekbar ki dekhecho vebe
Amar moto eto beshi
Bhalobasha ke tomay debe
Vetorer kosto gulo
kokhono keu dekhena
Koto tarikh chole gelo
Calendar hiseb jaane na
Firbe bole ashay thaki
Tomar ar fera holo na
songs details:
Song : Bhalobeshe Je Bhule Jay
Singer : Imran Mahmudul & Puja
Lyric : Mehedi Hasan Limon
Tune : Muhammad Milon
Music : MMP Rony
Story & Directed by : Saikat Reza
AD : S.M. Abir
Cinematography : Bikash Saha
Edit & Color : S.M. Tushar
Label : Dhruba Music Station
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷