তোর শহরে বৃষ্টি হলে লিরিক্স Tor Sohore Bristy Hole Song Lyrics In Bengali

  • জানুয়ারী ০৭, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 তোর শহরে বৃষ্টি হলে লিরিক্স Tor Sohore Bristy Hole Song Lyrics In Bengali

তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।

একমুঠো চাঁদ জোছনা নিয়ে
তোর ঘরেতে যাবে,
তোর শহরে আগুন পাখি
আমাকে পোড়াবে।
তোর শহরে ভেজা কদম
আমার উতাল মন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।

তোর শহরে মেঘলা দুপুর
আমার জলের গান,
ভালোবেসে ভিজবে তোমার
অবুঝ অভিমান।
তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া
স্বপ্ন নিঃসরণ,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।

Tor Sohore Bristy Hole Song Lyrics by Sadat Hossain 

Song : Tor Sohore Bristy Hole
Vocal & Tune : Sadat Hossain
Music : Prottoy Khan
Directed by : Swaraj Deb
Co-Ordinate : Isha Khan Duray




You Might Also Like

0 Comments