ছলনাময়ী গানের লিরিক্স ,Cholonamoyee Song Lyrics In Bengali (samz vai)
- জানুয়ারী ১০, ২০২১
- By Jene Naw
- 0 Comments
ছলনাময়ী গানের লিরিক্স ,Cholonamoyee Song Lyrics In Bengali (samz vai)
গল্প গুলো সব মিথ্যে ছিলো
বুঝতে পারিনি আমি,
মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে
ওরে ছলনাময়ী।
বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে
আমায় ছেড়ে যেও না,
কোথায় গেলো তোমার মিথ্যে কান্না
এখন কি মনে পড়েনা ?
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
ও বলিতে তোমার আমায় ছাড়া
লাগে বড়ো একা,
এখন কেন মুখ গোমরা করো
পেলে আমারও দেখা।
একটা সময় কাঁদাবে তোমায়
আমার ও শূন্যতা,
হাজারও ডাকলে আমায়
মিলবেনা আমারও ছায়া।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
হবো একদিন খুব বড় আমি
তুমি থাকবেনা যোগ্য আমার,
দেখবে তুমি আর পুরবে নিরবে
পাবে না আর সে অধিকার।
বুঝবে তুমি ঠিকই খুঁজবে আমায়
হবে না তো লাভ কোন আর,
আমিও তো ভুলে যাবো তোমার ঠিকানা
হয়ে যাবো অন্য কাহার।
এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে
ভুলিতে পারিনা তোমাকে,
তোমার আমায় মনে আর কি পড়ে না?
কি করে ভুলে গেলে আমাকে।
Golpo gulo shob mitthey chilo
Bujhte parini ami
Mitthey shopon dekhiye kothay harale
Ore Cholonamoyi
Buke joriye kede bolechile
Amay chere jeo na
Kothay gelo tomar mitthey kanna
Ekhon ki mone pore na
E kemon bhalobashay tumi jorale
Bhulite parina tomake
Tomar amay mone aar ki pore na
Ki kore bhule gele amake
song detail:
Song : Cholonamoyee
Singer : Samz Vai
Music : P.B. Rudro
Lyrics & Tune : Samz Vai
Story : Mohammad Iqbal Hossain
Script & Direction : Aador Shohag
DoP : HM Zaman
Produced by : Mohammad Iqbal Hossain
Label : Six Seasons Multimedia
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷