কতদিন দেখিনি তোমায় Koto Din Dekhini Tomay Lyrics In Bengali – Manna Dey
- জানুয়ারী ০৮, ২০২১
- By Jene Naw
- 0 Comments
কতদিন দেখিনি তোমায় Koto Din Dekhini Tomay Lyrics In Bengali – Manna Dey
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজো তবু ছায়া পড়ে রানী
কতদিন..কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়েরও তৃষা, জেগে আছে
কত দিন তুমি নাই কাছে
তবু হৃদয়েরও তৃষা,
জেগে আছে, জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন.. কতদিন দেখিনি তোমায়
হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দ্বীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে (x2)
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি..
কতদিন.. কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
কতদিন দেখিনি তোমায়..
Song: Koto Din Dekhini Tomay
Singer: Manna Dey
Music Director: Kamal Dasgupta
Lyricist: Pronab Roy
Label: Saregama India Ltd
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷