প্রেম একবারই এসেছিল নীরবে বাংলা লিরিক্স। prem ekbar e esechilo nirobe bangla lyrics

  • জানুয়ারী ০৬, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

প্রেম একবারই এসেছিল নীরবে বাংলা লিরিক্স। prem ekbar  e esechilo nirobe bangla lyrics

 প্রেম একবারই এসেছিল নীরবে

আমারই এ দুয়ার প্রান্তে

সে তো হায় মৃদু পায়
এসেছিল পারিনি তো জানতে।
সে যে এসেছিল বাতাস তো বলেনি
হায়, সেই রাতে দীপ মোর জ্বলেনি
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি।
আমি পারিনি ফিরায়ে তারে আনতে।
সে যে আলো হয়ে এসেছিল কাছে মোর
আজ তারে আলেয়া যে মনে হয়।
এ আঁধারে একাকী এ মন আজ
আঁধারেরই সাথে শুধু কথা কয়।
আজ কাছে তারে ও আমি ডাকি গো
সে যে মরিচীকা হয়ে দেয় ফাঁকি গো
ভাগ্যে যা আছে লেখা হায় রে
জানি চিরদিনই হবে তারে মানতে।

শিল্পী : লতা মুঙ্গেশকার
সুর : হেমন্ত মুখোপাধ্যায়

You Might Also Like

0 Comments