খুব জানতে ইচ্ছে করে Khub Jante Icche Kore lyrics In Bengali – Manna Dey
- জানুয়ারী ০৮, ২০২১
- By Jene Naw
- 0 Comments
খুব জানতে ইচ্ছে করে Khub Jante Icche Kore lyrics In Bengali – Manna Dey
খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো।
খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
তুমি কি সেই আগের মতই আছো
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
Song: Khub Jante Icche Kore
Singer: Manna Dey
Music Director: Prabhas Dey
Lyricist: Mukti Roychowdhury
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷