সবক'টা জানালা খুলে দাও না sobkota janala khule daw na bangla lyrics song
- জানুয়ারী ০৬, ২০২১
- By Jene Naw
- 0 Comments
সবক'টা জানালা খুলে দাও না
সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান।
সবক'টা জানালা খুলে দাও না।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান,
সবক'টা জানালা খুলে দাও না।
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান।
সবক'টা জানালা খুলে দাও না।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো মন ভাঙ্গা গান,
সবক'টা জানালা খুলে দাও না।
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷