সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর লিরিক্স-Shona Diya Bandhayachi Ghor Song Lyrics In Bengali( Mujib Pordeshi)

  • জানুয়ারী ১৬, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর লিরিক্স-Shona Diya Bandhayachi Ghor Song Lyrics In Bengali( Mujib Pordeshi)


সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর


ও মন রে ঘুণে করলো জোরো জর,


আমি কি করে বাস করিব এই ঘরে রে


হো আমি কি করে বাস করিব এই ঘরে রে


হায়রে, তুই সে আমার মন


মন তোরে পারলাম না বুঝাইতে রে


হায়রে, তুই সে আমার মন।


 


তিন তক্তার এ নৌকা খানি


ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি,


আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে


হো আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে


হায়রে, তুই সে আমার মন,


মন তোরে পারলাম না বুঝাইতে রে


হায়রে, তুই সে আমার মন।


 


আসি রাইতে ভবের মাঝারে


ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে,


ও আমার এই স্বপন কি মিথ্যা


হইতে পারে রে,


ও আমার এই স্বপন কি মিথ্যা


হইতে পারে রে,


হায়রে, তুই সে আমার মন,


মন তোরে পারলাম না বুঝাইতে রে


হায়রে, তুই সে আমার মন।



Sona diya bandhaiachi ghor


O mon re ghune korlo joro jor


Ami ki kore bash koribo ei ghore re


Haay re tui se amar mon


Mon tore parlam na bujhaite re


Hayre tui se amar mon


Teen toktar ei nouka khani


O mon re gange gange chuyay paani


Ami ki kore sechibo noukar panire


Ashi raaite vober majhare


O mon re shopno deikha roili bhule


O amar ei shopon ki mittha hoire pare re


Tui she amar mon



song details:

Song : Shona Diya Bandhayachi Ghor

Original Singer : Mujib Pordeshi

Lyrice & Tune : Hasan Motiur Rahman

Cover by : Rishi Panda


You Might Also Like

0 Comments