কেউ না জানুক আমি তো জানি আমি তোমার লিরিক্স KEU NA JANUK BENGALI LYRICS
- জানুয়ারী ১১, ২০২১
- By Jene Naw
- 0 Comments
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার লিরিক্স KEU NA JANUK BENGALI LYRICS
স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]
সব লেনাদেনা হয় না কভু শেষ ,
আজীবন কিছু কিছুর থেকে জায় রেশ । - [ ২ বার ]
ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]
সব জানাশোনার লাগেনা পরিচয়ে ,
দূর থেকে কারো কারো ছায়া কথা কয় । - [ ২ বার ]
ভালোবাসা ফুরায় না , প্রেম কভু হারায় না ,
অনুভবে থাকে যার যার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]
স্বপ্নের বালুকায় , কেউ কি পা লুকায় ,
যদি না সে ভেজা দিন ,
ইচ্ছে হিমালয় , হয়না কভু ক্ষয় ,
হৃদয়ে থাকে অমলিন ।
কিছু স্বপ্ন , কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে , তোমার কাছে বারেবার ।
কেউ না জানুক আমি তো জানি আমি তোমার ,
কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার । - [ ২ বার ]
Singer- Tahsan Khan
Tune & Music- Imran Mahmudul
Album- Mon Karigor
Tune & Music- Imran Mahmudul
Album- Mon Karigor
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷