একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স (সাহানা বাজপাই)-Ekta Chele Lyrics In Bengali by Sahana Bajpaie

  • জানুয়ারী ২৪, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স (সাহানা বাজপাই)-Ekta Chele Lyrics In Bengali by Sahana Bajpaie

একটা ছেলে মনের আঙিনাতে

ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে

বন পাহাড়ি ঝর্না খুঁজে

বৃষ্টি জলে একলা ভিজে (2)

সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে,

সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।


আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে,

ছোট্ট মেয়ে সেজে একটা কোণে

সবুজ বনে নীলচে আলো জ্বেলে

স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে (2)

সেই ছেলেটা হঠাৎ এলো মনে,

সেই ছেলেটা হঠাৎ এলো মনে।

ছোট্ট আমি দুষ্টু আমি সেজে,

কেমন যেন হলাম জড়োসড়ো

আকাশ ভরা তারার আলো দেখে

বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে

বুক ভরা আবেগটুকু ঢেকে

হঠাৎ করে হয়ে গেলাম বড়ো।

বন পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে

আমায় বাসলে ভালো সেই ছেলে (2)



Ekta chele moner angina-te

Dhir paaye ekka-dokka khele

Bon pahari jhorna khuje

Brishti jole ekla vije

Sei chele-ta amay chuye fele

Ami to besh chilam chupi-sharey

Chotto meye seje ekta kone

Shobuj bone nilche aalo jwele

Swapno bheja matite paa fele

Shei chele ta hotath elo mone.

Chotto ami dushtu ami seje

Kemon jeno holam joro-shoro

Akash bhora tarar aalo dekhe

Bristi veja matite paa rekhe

Buk-bhora abeg tuku dheke.

Hotath kore hoye gelam boro.


song detail:

Singer: Sahana Bajpaie

Song: Ekta Chele

Music: Shayan Chowdhury Arnob



You Might Also Like

0 Comments