ডানা ছাড়া পাখি লিরিক্স – বেলাল খান Dana Chara Pakhi Song Lyrics In Bengali
- জানুয়ারী ০৬, ২০২১
- By Jene Naw
- 0 Comments
ডানা ছাড়া পাখি লিরিক্স – বেলাল খান Dana Chara Pakhi Song Lyrics In Bengali
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
সুখগুলো কইগেলো
প্রিয় রঙ শুধু কালো
ছায়া নেই মায়াতে আজ,
মন বড় ডানপিটে, আঁধারে হেঁটে হেঁটে
ছুঁয়েছে স্মৃতির কারুকাজ।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
ঝাপসা মনের খামে
চেনা চেনা বদনামে
অচেনা ধূসর যেনো সব,
প্রিয় সেই চিরকুটে
অভিমান আজও জোটে
ক্ষত হয়েছে অনুভব।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
Dana Chara Pakhi Lyrics by Belal Khan :
Song : Dana Chara Pakhi
Singer & Composer : Belal Khan
Music : M A Rahman
Video Direction : Saikat Reza
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷