তোর মনের পিঞ্জিরায় লিরিক্স ,Tor Moner Pinjiray Lyrics – Jisan Khan

  • জানুয়ারী ০৮, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 তোর মনের পিঞ্জিরায় লিরিক্স ,Tor Moner Pinjiray Lyrics – Jisan Khan


যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন (x2)

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ (x2)

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
এ ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (x2)

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই (x2)

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ।


Vocal, Lyrics & Tune -: Jisan Khan Shuvo
Music -: Ankur Mahamud
Story & Directed by -: Eagle Team
DoP -: Rajon Hossain Romm
Guitar & Mandolin -: Shuvendu Das Shuvo
Edit & Color -: Shamim Hossain
Graphic Design -: Nadia
Produced by -: Kachi Ahmed
Label -: Eagle Music Video Station

You Might Also Like

0 Comments