চির অধরা লিরিক্স- Chiro Odhora Lyrics - Miftah Zaman

  • জানুয়ারী ২৯, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

চির অধরা লিরিক্স- Chiro Odhora Lyrics - Miftah Zaman



অবাক চাঁদের আলোয় দেখো

ভেসে যায় আমাদের পৃথিবী

আড়াল হতে দেখেছি তোমার

নিষ্পাপ মুখখানি

অবাক চাঁদের আলোয় দেখো

ভেসে যায় আমাদের পৃথিবী

আড়াল হতে দেখেছি তোমার

নিষ্পাপ মুখখানি

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে

ভালবাসবো তোমায়

ভালবাসবো তোমায়

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে

এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে

চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে

একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে

এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে

চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে

একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন

তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন

হবেনা মলিন

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায়

বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে

ভালবাসবো তোমায়

ভালবাসবো তোমায়

হাজার বছর এমনি করে

আকাশের চাঁদটা আলো দেবে

আমার পাশে ক্লান্ত ছায়া

আজীবন রয়ে যাবে

তবু এই অসহায় আমি

ভালবাসবো তোমাকে

শুধু যে তোমাকে

ভালবাসবো তোমাকে



................................................


Obak chader aloy dekho

Veshe jay amader prithibi

Aral hote dekheshi tomar

Nishpap mukh khani

Obak chader aloy dekho

Veshe jay amader prithibi

Aral hote dekheshi tomar

Nishpap mukh khani

Dubeshi ami tomar chokher

Ononto mayay

Bujhini kovu sei mayato amar tore noy

Dubeshi ami tomar chokher

Ononto mayay

Bujhini kovu sei mayato amar tore noy

Vulgulo jomiye rekhe buker monikothay

Apon moner aral theke

Valobashbo tomay

Valobashbo tomay

Tomar chirochena pother oi shima shariye

Ei prem buke dhore ami hoyto jabo hariye

Chokher govire tobu mishe isshe joriye

Ekbar sudhu ektibar hat ta dao bariye

Tomar chirochena pother oi shima shariye

Ei prem buke dhore ami hoyto jabo hariye

Chokher govire tobu mishe isshe joriye

Ekbar sudhu ektibar hat ta dao bariye

Dakbe na tumi amay jani konodin

Tobu prarthona tomar jonno

hobe na molin

Hajar boshor emni kore

Akasher chad ta alo debe

Amar pashe klanto shaya

Ajibon roye jabe

Tobu ei osohay ami

Valobashbo tomake

Shudhu je tumake

Valobasbo Tumake


song detail:

Song Name : Chiro Odhora

Singer : Miftah Zaman

Album : Sudhu Tomake

Lyric : Tushar Hasan

Label : G Series

You Might Also Like

0 Comments