একবার বল - অনুপম রায় bangla lyrics song

  • জানুয়ারী ০৫, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 

একবার বল - অনুপম রায়


যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।


যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।


এই বুজি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।


প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে


একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই।


যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবে আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।


যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়ে
সেখানেই তুলছি ছবি , তুলছি নেশায় আচ্ছি আবার ফিরে।


এই বুজি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।


প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।


আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই


একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই।





ছবিঃ ২২শে শ্রাবণ

You Might Also Like

0 Comments