Kemon Ache Radha Bol,,,,কেমন আছে রাধা বল

  • জানুয়ারী ০৫, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 



 Kemon Ache Radha Bol,,,,কেমন আছে রাধা বল 

কেন এলে না
ও আমার ঝরে আঁখি জল
কেমন আছে রাধা বল
কাঁদে কৃষ্ণমন।।
শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে
কত দিন যে আইল গেল
তুমি আইলা না রে রাধা।
কেঁদে কি আর হয় রে নদী
বিনা ঝর্ণার সনে
প্রণয় কি হয়রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রাধা
ঘুরলাম কত লোকালয়।

You Might Also Like

0 Comments