অন্ধকার বাংলা লিরিক্স-Ondhokar lyrics in bengali (Jisan Khan Shuvo)

  • ফেব্রুয়ারী ০৩, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 অন্ধকার বাংলা লিরিক্স-Ondhokar lyrics in bengali (Jisan Khan Shuvo)


কেমন আলো মাইখা গায়ে 

জীবন হইব পার আমার ।

কেমন আলো মাইখা গায়ে 

জীবন হইব পার।

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার

কেমন আলো মাইখা গায়ে 

জীবন হইব পার।

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার


বন্ধু আমার জোনাক পোকা

আমি ঝাউবন ।

বন্ধু জ্বলে ঝিকিমিকি 

পুড়ে আমার মন ।

বন্ধু আমার জোনাক পোকা

আমি ঝাউবন ।

বন্ধু জ্বলে ঝিকিমিকি 

পুড়ে আমার মন ।


মিছামিছি সুখের দায়ে রে

মিছামিছি সুখের দায়ে

দুঃখ নাই আমার

আমি অন্ধকার

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার


এমন আলো মাইখা গায়ে

এমন আলো মাইখা গায়ে

জীবন হইব পার

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার

বন্ধু আমার চাঁদের আলো 

আমি অন্ধকার

আমি অন্ধকার

আমি অন্ধকার


song details:

Song: Ondhokar

Singer: Jisan Khan Shuvo

Lyrics: Jisan Khan Shuvo

Tune: Jisan Khan Shuvo

Album: Chander Alo

Band: Fanush

You Might Also Like

0 Comments