অন্ধকার বাংলা লিরিক্স-Ondhokar lyrics in bengali (Jisan Khan Shuvo)
- ফেব্রুয়ারী ০৩, ২০২১
- By Jene Naw
- 0 Comments
অন্ধকার বাংলা লিরিক্স-Ondhokar lyrics in bengali (Jisan Khan Shuvo)
কেমন আলো মাইখা গায়ে
জীবন হইব পার আমার ।
কেমন আলো মাইখা গায়ে
জীবন হইব পার।
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
কেমন আলো মাইখা গায়ে
জীবন হইব পার।
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
বন্ধু আমার জোনাক পোকা
আমি ঝাউবন ।
বন্ধু জ্বলে ঝিকিমিকি
পুড়ে আমার মন ।
বন্ধু আমার জোনাক পোকা
আমি ঝাউবন ।
বন্ধু জ্বলে ঝিকিমিকি
পুড়ে আমার মন ।
মিছামিছি সুখের দায়ে রে
মিছামিছি সুখের দায়ে
দুঃখ নাই আমার
আমি অন্ধকার ।
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
এমন আলো মাইখা গায়ে
এমন আলো মাইখা গায়ে
জীবন হইব পার
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
বন্ধু আমার চাঁদের আলো
আমি অন্ধকার ।
আমি অন্ধকার ।
আমি অন্ধকার ।
song details:
Song: Ondhokar
Singer: Jisan Khan Shuvo
Lyrics: Jisan Khan Shuvo
Tune: Jisan Khan Shuvo
Album: Chander Alo
Band: Fanush
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷