ফেরাতে পারিনি লিরিক্স (রেহান রাসুল)-Ferate Parini Song Lyrics In Bengali
- ফেব্রুয়ারী ১৩, ২০২১
- By Jene Naw
- 0 Comments
ফেরাতে পারিনি লিরিক্স (রেহান রাসুল)-Ferate Parini Song Lyrics In Bengali
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে
হৃদয়ের পাল তুলে,
প্রেমের বৈঠা নিয়ে
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
এই যে আলো থেকে
আঁধারে দিয়েছো ঠেলে,
কী যে একা একা লাগে
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি
পারিনি তোমার হতে,
তুমি তো গিয়েছো চলে
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি
তবু অবুঝের মতো, তোমায় খুঁজি
নিয়ে হারানোর ক্ষত,
আজও ভাবি
কেন বেদনার মতো
হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।
0 Comments
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷