ফেরাতে পারিনি লিরিক্স (রেহান রাসুল)-Ferate Parini Song Lyrics In Bengali

  • ফেব্রুয়ারী ১৩, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 ফেরাতে পারিনি লিরিক্স (রেহান রাসুল)-Ferate Parini Song Lyrics In Bengali



সবই বুঝি

তবু অবুঝের মতো, তোমায় খুঁজি

নিয়ে হারানোর ক্ষত,

আজও ভাবি

কেন বেদনার মতো

হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।


ফেরাতে পারিনি আমি

পারিনি তোমার হতে,

তুমি তো গিয়েছো চলে

দ্রুতলয়ে আলোর পথে।


সবই বুঝি

তবু অবুঝের মতো, তোমায় খুঁজি

নিয়ে হারানোর ক্ষত,

আজও ভাবি

কেন বেদনার মতো

হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।


সেই যে ভালোবেসে

হৃদয়ের পাল তুলে,

প্রেমের বৈঠা নিয়ে

অজানায় গিয়েছো চলে।


ফেরাতে পারিনি আমি

পারিনি তোমার হতে,

তুমি তো গিয়েছো চলে

দ্রুতলয়ে আলোর পথে।


সবই বুঝি

তবু অবুঝের মতো, তোমায় খুঁজি

নিয়ে হারানোর ক্ষত,

আজও ভাবি

কেন বেদনার মতো

হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।


এই যে আলো থেকে

আঁধারে দিয়েছো ঠেলে,

কী যে একা একা লাগে

চোখ ভিজে লোনা জলে।


ফেরাতে পারিনি আমি

পারিনি তোমার হতে,

তুমি তো গিয়েছো চলে

দ্রুতলয়ে আলোর পথে।


সবই বুঝি

তবু অবুঝের মতো, তোমায় খুঁজি

নিয়ে হারানোর ক্ষত,

আজও ভাবি

কেন বেদনার মতো

হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত।


....................................................................


Sobi bujhi
Tobu obujher moto tomay khuji
Niye haranor khoto aajo vabi
Keno bedonar moto
Hridoye aki neel projapoti shoto
Pherate parini ami
Parini tomar hote
Tumi toh giyecho chole
Drutoloye aalor pothe
Sei je valobeshe hridoye paal tule
Premer boitha niye ojanay giyecho chole
Ei je aalo theke andhare diyecho thele
Ki je eka eka laage
Chokh vije lona jole



Ferate Parini Lyrics by Rehaan Rasul :

Ferate Parini Song Is Sung by Rehaan Rasul from Appointment Letter Bangla Natok. Featuring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music Composed by Naved Parvez And Ferate Parini Ami Lyrics In Bengali Written by Mahmood Manzoor.

Song : Ferate Parini
Drama : Appointment Letter
Singer : Rehaan Rasul
Tune & Music : Naved Parvez
Lyrics : Mahmood Manzoor
Story : Rushow Ahmed
Director : Md Abubakar Rokon
DOP : Aditto Monir
Edit : Sobuj Khan & Robiul Abdulla
Produced by : Cinemawala

You Might Also Like

0 Comments