স্বপ্নে তার সাথে হয় দেখা - shopne tar sathe hoy dekha lyrics

  • ফেব্রুয়ারী ১৭, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 স্বপ্নে তার সাথে হয় দেখা - shopne tar sathe hoy dekha lyrics



 স্বপ্নে তার সাথে হয় দেখা

বসে বসে ভাবি তা একা একা

সে স্বপ্নে আসে তবু,

স্বপ্নের চেয়েও মধুর

তাকে পাবার আশায়

দু'চোখ রাখা দূর বহুদূর..


তার স্বপ্ন দেখে রাত চলে যায়

তারপর আসে ভোর

তারপর আমার ঘুম ভাঙে

দেখি ব্যস্ততার শহর

অবিরাম ছুটে চলা

একা একা কথা বলা

কত কিছু বলে ফেলা

তাকে ভালবেসে ফেলা

এ ভালবাসাতেই রোদ্দুর..


তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়

সোনালী রোদে ভরা

মেঘের আকাশ চাই না

তার স্বপ্নে আছে তারা

বেসেছি ভাল তাকে

স্বপ্ন দেখার ফাঁকে

স্বপ্নের রং মেখে

মনেতে তার ছবি এঁকে

সে স্বপ্নের চেয়েও মধুর..


স্বপ্নে তার সাথে হয় দেখা

বসে বসে ভাবি তা একা একা

সে স্বপ্নে আসে তবু

স্বপ্নের চেয়েও মধুর

তাকে পাবার আশায়

দু'চোখ রাখা দূর বহুদূর


......................................................................


Shopne tar sathe hoy dekha

Boshe boshe vabi taa eka eka

Se shopne ashe tobu

Taake pabar ashay

Duchokh rakha dur bohudur


Tar swapno dekhe raat chole jaay

Tarpor ashe bhor

Tarpor amar ghum vange

Dekhi beshtotar shohor

Obiram chutey chola

Eka eka kotha bola

Koto kichu bole fela

Taake valobeshe fela

E bhalobashatei roddur



Song Credits:

Album Name: Shono (2006)

Singer: Habib Wahid

Lyrics: Susmita Biswas Sati

D.O.P: Nishok Tarek Aziz

Edit and fx: Tajul Islam


You Might Also Like

0 Comments