আয়নায় মুখ লিরিক্স-Aynate Oi Mukh Lyrics In Bangla

  • ফেব্রুয়ারী ০৭, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

 আয়নায় মুখ লিরিক্স-Aynate Oi Mukh Lyrics In Bangla


আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে (x2)


মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে ?

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে ?


আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে


জানিনা এখন তুমি কার কথা ভাবছো

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে ?

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে ?


আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন


.....................................................

Ayena Te Oi Mukh Dekhbe Jokhon

Kopoler kalo til porbe chokhe

Futbe jokhon ful bokul shakhe

Bhromor je esechilo janbe loke (x2)


Monti tomer keno duru-duru kapche

Moner manush ki go chena chena lagche

Tumi ki tare kache dakbe

Hridoyer kache se roy olokey

Hothat jokhon tumi dekhbe take

Shorome noyon ki go rakhbe dheke


Jani na ekhon tumi kar kotha vabcho

Anmone kar chhobi chupi chupi akcho

Tumi ki tare bhalobasbe?

Dhora jodi dey se ek poloke

Dekhbe jokhon tare obak chokhe

Du-haate noyon ki go rakhbe dheke


song details:

Singer:  Mahmudun Nabi
Music: Rabin Ghosh 
Movie : Nacher Putul


You Might Also Like

0 Comments