আলো লিরিক্স - ইমরান মাহমুদুল--Alo Song Lyrics By Imran Mahmudul

  • এপ্রিল ০৬, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

আলো লিরিক্স - ইমরান মাহমুদুল--Alo Song Lyrics By Imran Mahmudul




তুমি নামের স্বপ্নগুলো

আমার মনে আকাশ ছুঁলো

গল্প রাতে মন হারালো

কল্পনাতে সুর ছড়ালো


আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো

আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো


দুচোখে তোমায় আঁকি

হৃদয়ে তোমায় রাখি

তুমি তো জাদুর আয়না


বেঁধেছ মায়ার ডোরে

থাকি যে তোমার ঘোরে

কিছুতে ভোলা যায়না


যত দূরে আমি যাই

তোমাকে খুঁজে পাই

তোমাতে প্রাণ জড়ালো


আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো

আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো


হয়েছি আমি রাজি

ধরেছি জীবন বাজি

করি যে তোমার সাধনা


মনেরই মণিকোঠায়

প্রেমেরই রঙিন সুতোয়

আমাকে তুমি বাঁধোনা


যত দূরে আমি যাই

তোমাকে খুঁজে পাই

তোমাতে প্রাণ জড়ালো


আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো

আমি জানি আমায় তুমি বাসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো


 Alo Song Lyrics By Imran Mahmudul

Song: Alo

Singers: Imran Mahmudul & Poni Chakma

Lyrics: Robiul Islam Jibon

Music: Imran Mahmudul

Cast: Imran Mahmudul, Keya Payel, Poni Chakma

Label: CMV


Alo Song has been sung by Imran Mahmudul & Poni Chakma. Music composed by Imran. Lyrics written by Robiul Islam Jibon. Alo Song Lyrics Imran Mahmudul. Alo Song Lyrics Poni Chakma.


আলো গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পনি চাকমা। গানটির সুরকার হলেন ইমরান মাহমুদুল। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আলো গানের লিরিক্স ইমরান মাহমুদুল এর গলায়।





You Might Also Like

0 Comments