বকুল ফুল বকুল ফুল-bokul ful bokul ful lyrics

  • মার্চ ১৪, ২০২১
  • By Jene Naw
  • 0 Comments

বকুল ফুল বকুল ফুল-bokul ful bokul ful lyrics



বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে। 

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে। 

যার সনে যার ভালবাসা

যার সনে যার ভালবাসা, 

সেইতো মজা লোটে লো। 


বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


আমার জামাই ধান বায়

হরিণ ডাঙার মাঠে লো

হরিণ ডাঙার মাঠে। 

আমার জামাই ধান বায়

হরিণ ডাঙার মাঠে লো

হরিণ ডাঙার মাঠে। 

সোনা দেহে ঘাম ঝরে

সোনা দেহে ঘাম ঝরে, 

দুঃখে পরান ফাটে লো। 


বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


শাওন ও ভাদ্রর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে। 

শাওন ও ভাদ্রর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে। 

ইচ্ছে জামাই করবো আদর

ইচ্ছে জামাই করবো আদর, 

দানাতো নাই ঘরে লো। 


বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 


শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে। 

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে। 

যার সনে যার ভালবাসা

যার সনে যার ভালবাসা, 

সেইতো মজা লোটে লো। 


বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 

বকুল ফুল বকুল ফুল, 

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 



 বকুল ফুল বকুল ফুল Lyrics by Joler Gaan

You Might Also Like

0 Comments